গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রসুলপুরের ছান্দিয়াপুর আর.এ.গণি স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষ্যে শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর.এ.গণি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্ব বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ূব আলী সরকার, আওয়ামীলীগ রসুলপুর ইউনিয়ন শাখা সভাপতি আব্দুল গফুর, আর.এ.গণি স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি’র সদস্য সাজু মিয়া ও আতিকুর রহমান প্রমূখ। এ অনুষ্ঠানে উপস্থাপন করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান। উক্ত প্রতিযোগিতায় কলেজ শাখা হতে প্রথম স্থান অধিকার করে আর.এ.গণি স্কুল এন্ড কলেজ, স্কুল হতে মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদরাসা হতে রসুলপুর ইসলামীয়া দাখিল মাদরাসা।