বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা ঘোষনার পর গাইবান্ধা জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ সদস্যরা মিছিল ঠেকাতে লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেন। একই সাথে মিছিল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুলসহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দায়িত্বরত পুলিশ জানায়, দুপুর আড়াইটা দিকে শহরে বিএনপির একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে এবং ১১ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ মিছিল থেকেই ১৭ জনকে আটক করেছে।
গাইবান্ধ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহারিয়ার খাঁন আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।