১৪ অক্টোবর ২০২৪, এখন সময় রাত ৮:১১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ভ্রমণের কিছু টিপস

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মে ৩০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

ভ্রমণের সেরা কিছু টিপস; যা একজন ভ্রমণকারীর ভ্রমণের পূর্বে অবশ্যই জানা উচিত। যেগুলো হলো-
মনস্থির করে সময় নিয়ে পরিকল্পনা করুন
ভ্রমণের লিস্ট তৈরি করুন
স্থানীয় ভাষার সাধারণ বাক্যাংশ গুলো জেনে রাখুন
একটি অতিরিক্ত ক্যামেরা ব্যাটারি নিতে ভুলবেন না (বা দুটি)
ভ্রমণ পোশাক এর প্রতি খেয়াল করুন
সর্বদা ভ্রমণ বীমা কিনুন
গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি করে রাখুন
অতিরিক্ত আন্ডারওয়্যার নিন
ব্যাকপ্যাক গুছিয়ে নিন
ইলেকট্রনিক্স, ঔষধ, টুথব্রাশ, এবং আপনারব্যাকপ্যাক এ অতিরিক্ত জুতা রাখুন
পাবলিক পরিবহনে চলার জন্য ভাড়া জেনে নিতে পারেন
প্লেনে হাইড্রেটেড থাকুন
হোটেল ঠিকানা এবং হোটেল এর ফোন নাম্বার আপনার ফোনে লিখে রাখুন
স্থানীয়দের জিজ্ঞাসা করুন
ফ্রি পাবলিক ওয়াইফাই থেকে সাবধান
ভ্রমণ এর আগে আপনার ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানি কে সতর্ক করে রাখুন
ভ্রমণের সময় সাথে বই রাখুন
মন খোলা রাখুন
ভ্রমণ এর সময় নির্ধারিত করে রাখবেন না
বাড়িতে আপনার কাউকে জানিয়ে রাখুন
আপনার ব্যক্তিগত আইটেম আলাদা করুন
বাজেটের বাহিরে আলাদা ব্যাকআপ বাজেট রাখুন
প্রয়োজনীয় ঔষধ সাথে রাখুন
অসুস্থ অবস্থায় ভ্রমণ না
প্রয়োজনীয় নাম্বার গুলো কাগজে লিখে রাখুন

ভ্রমণ করতে কার না ভালো লাগে। সবারই ভালো লাগে তাই না? সময় পেলেই আমরা একদল মানুষ ছুটে যাই প্রকৃতির কাছে। প্রকৃতিও আমাদের কে সাআনন্দে গ্রহণ করে নেয়।

ভ্রমণ সব সময় আমাদের নতুন কিছু শিখায়। নতুন ভাবে ভাবতে শিখায়। নতুন ভাবে চলতে শিখায়। তবে, মাঝে মাঝে আমাদের ছোট খাটো কিছু ভুলের কারণে আনন্দের ভ্রমণ নিরআনন্দের রুপ নেয়। তাই আগে থেকেই ভ্রমণ সম্পর্কে পরিকল্পনা করে নিন।

সেই ছোট ছোট ভুল গুলো নিয়ে এবং আমার ১০ বছর এর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আজকের এই পোস্ট ভ্রমনের সেরা ২৫টি টিপস।

প্রায়শই দেখা যায় তাড়াহুড়া করে ভ্রমণ এর পরিকল্পনা করা হয়। এটা ঠিক নয়। হাতে সময় নিয়ে মনস্থির করে পরিকল্পনা করুন।

মনে রাখবেন, তাড়াহুড়া করতে যেয়ে যেন, ভুল পরিকল্পনা না হয়ে যায়। বৃষ্টির সময় পাহাড়ে ভ্রমণ করা ঠিক নয়। এটা মাথায় রাখতে হবে।

সর্বশেষ - আইন-আদালত