গান ও অভিনয় সমানতালে এগিয়ে নিয়ে চলেছেন প্রীতম হাসান। একটা সময় গানের দিকেই বেশি মনোযোগী ছিলেন। এখন সেটা অভিনয়ের দিকেও। দুই দিকেই প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
অভিনয় প্রসঙ্গে প্রীতমের ভাষ্য, আমি টুকটাক মিউজিক ভিডিওতে তো অভিনয় করেছি। কথায় আছে না, গাইতে গাইতে গায়েন আর নাচতে নাচতে নায়ক (হাসি)। আমার অবস্থা এমনই, নাচতে নাচতে নায়ক হয়ে গেছি। মোটেও ফান করছি না।
অভিনয়ের জন্য নির্মাতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বললেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার নির্মাতাদের প্রতি। বিশেষ করে নুহাশ হুমায়ূন ও তানিম রহমান অংশু ভাই। অংশু ভাই আমাকে পর্দায় আনেন আর নুহাশের শর্টফিল্মে প্রথম সুযোগ পাই।
এ ছাড়া আরও অনেকের সান্নিধ্য পেয়েছি, সবশেষ শিহাব শাহীন ভাইয়ের অবদান তো আছেই।
প্রীতমকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে। এছাড়া গেল ঈদুল ফিতরে ‘বরবাদ’ সিনেমায় তার ‘চাঁদ মামা’ গানটি এখনো ট্রেন্ডিংয়ে শীর্ষে।