timewatch
২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ১০:৩৭ মিনিট
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন
শিরোনাম

কুড়িগ্রামে পাটের দামে কৃষকরা খুশি নন

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে হাট বাজারে পাট বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন কৃষকেরা। এবছর ফলন ভালো হয়েছে তবে দামে খুশি নন তারা।মৌসুমের শুরুতে দাম ভালো পেলেও বর্তমান বাজারের পাটের দাম অনেক কমেছে । লাভ তো দুরের কথা চাষাবাদের খরচ নিয়ে দুঃশ্চিন্তায় আছেন কৃষকেরা। বর্তমানে প্রতি মণ পাট ১৮০০-২০০০ টাকা মাত্র। পাটের এমন মন্দা দামে আগামী মৌসুমে পাট চাষের আশা ছেড়ে দেবেন বলে জানান অনেক পাট চাষি।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর হাটে বসেছে পাটের বাজার। সপ্তাহে দুদিন বসে এ হাট। দুর দূরান্ত থেকে নৌকা, সাইকেল, ঘোড়ার গাড়ি করে পাট বিক্রি করতে এসেছে চাষিরা। তবে হাটে এসে পাটের দাম শুনে মন খারাপ সবারই।গত হাটের চেয়ে পাটের দাম প্রতি মণে কমেছে ৩০০-৪০০।টাকা।পরিবহন খরচ আর আবাদের খরচ মিলিয়ে তাদের লাভের অঙ্ক প্রায় শুন্যের কোটায়।

কদমতলা গ্রামের মোঃ নুর ইসলাম বলেন, এক বিঘা জমিতে পাট আবাদ করে সার,পানি, কীটনাশক, আঁশ ছড়ানো মজুরি খরচসহ ১৪-১৫ হাজার টাকা ব্যয় হয়। বিঘায় পাট পাই ৮-১০ মন।মোট খরচ হিসেবে আমাদের কোন লাভই থাকে না। কষ্ট করে পাট চাষ করে কি লাভ?

আরেক কৃষক মোঃ হাসানুর বলেন, গত দু’বছর ধরে পাটের দাম ভালো পাচ্ছি না। বৃষ্টি নাই, খড়া মৌসুমে পাট গাছের জমিতে বাড়তি পানি দিতে হয়। তাই খরচও বেশি হচ্ছে। সে তুলনায় তেমন লাভ নাই।

ভগবতীপুরের পাট ব্যবসায়ী আসলাম মিয়া বলেন, আমি গ্রাম ঘুরে ১৮০০ -১৯০০ টাকা দিয়ে পাট গুলো কিনছিলাম। আজকে সেই কেনা দামেই বিক্রি করতে হলো। পরিবহন খরচ, কুলি খরচ, হাটের খাজনা হিসেব করলে লাভ থাকছেনা। গত হাটে এই পাটের দাম ২২’শ থেকে ২৩’শ টাকা ছিল। দিন যতই যাচ্ছে পাটের দাম ততই কমছে।

আরেক ক্ষুদ্র পাট ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন, গত হাটে পাটের দাম মণপ্রতি ২২শ থেকে ২৩শ টাকা ছিলো। আজকে সেই পাটের মণ সর্বোচ্চ ২০০০টাকা। দাম না বাড়লে লোকসান পড়বো।

কুড়িগ্রাম জেলা মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়ের পাট পরিদর্শক এটিএম খায়রুল হক বলেন, গত দুই সপ্তাহ আগে পাটের দাম ভালো ছিল।এখন পাটের দাম কমছে।কেননা অধিকাংশ ব্যবসায়ী কারখানায় পাট সরবরাহ করে পুরো পাওনা টাকা বুঝিয়ে পায় নাই। তাই ব্যবসায়ীদের হাতে টাকা নাই। ব্যবসায়ীরাও পাট কেনায় আগ্রহ কমিয়ে দিয়েছেন।

সর্বশেষ - চট্রগ্রাম

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-ছাত্রীরা আমার সন্তানতুল্য, তাদের দাবি পূরণে কাজ করছি : অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

খালেদার নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ সেপ্টেম্বর

নাইকো মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদন সরাসরি খারিজ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সাসটেইনিবিলিটি রিপোর্ট প্রকাশ করলো মেটলাইফ

দেশে আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

রাজধানীতে নতুন কর্মসূচি বিএনপির

সেদিন বেঁচে গেলাম সেটাই অবাক বিস্ময় : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের ডাটাবেইজ ফরম যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

রাজধানীতে ৯৬৬৮ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৫৫