জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর ৩০ জুন সোমবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী। আয়োজনের শুরুতে ‘বাংলা কবিতায় বর্ষা’ শীর্ষক আলোচনা করেন কবি শামীমা চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজমুল হাসান, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি ড. সৈয়দ রনো।
কবিতা পাঠ করেন কবি কামার ফরিদ, কবি তারিফ রহমান, কবি বজলুর রায়হান, কবি মোজাফফর বাবু, কবি আব্দুল মজিদ, কবি আবদুল মান্নান, কবি আতিকুল ইসলাম, কবি মিলি হক, নুরুল ইসলাম খোকন, লিলি হক, শহীদুল জয়, লিলি শেঠ, হাসান কামরুল, কামরুজ্জামান কায়েম, আশিক খন্দকার, তাসকিনা ইয়াসমিন, আতিকুজ্জামান খান, ইলা ইয়াসমিন, চাঁন মিয়া চান্দু, প্রসপারিনা সরকার, রি হোসাইন, তৌফিকুল তন্ময়, কায়সার কবির, রাহান তাপস প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন কবি মোশাররফ হোসেন ইউসুফ।