এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ ৩০ আগস্ট ২০২৩ বুধবার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। মুলতানে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক দলপতি বাবর আজম।
হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ছয়টি দল।
দলগুলো হলো- পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান। পাকিস্তান খেলছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে নেপাল-পাকিস্তানের পাশাপাশি রয়েছে ভারত। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে।
সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাম উল হক, সালমান আঘা, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
নেপাল একাদশ : কুশল বুর্তেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাডৌলে (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সম্পাল কামি, করণ কেসি, সন্দ্বীপ লামিচানে এবং ললিত রাজবংশি।

















