১৯ সেপ্টেম্বর ২০২৪, এখন সময় রাত ৩:৩৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের জ্যামের ভিডিও ভাইরাল

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
মে ২৭, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে পর্বতারোহীদের দীর্ঘ সারি দেখা গেছে।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, পর্বতারোহীরা আটকা পড়েন। এরপর উপযুক্ত আবহাওয়ায় তারা নিচের দিকে নামা শুরু করেন।

গত মঙ্গলবার একটি ঘটনায় ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন এবং তার নেপালি শেরপা (গাইড) পেস্তেনজি পড়ন্ত বরফের আঘাতে আহত হন। চূড়া থেকে নিচের দিকে নামার সময় তারা বরফের আঘাত পান। এরপর খারাপ আবহাওয়ার কারণে পর্বতারোহীরা আটকা পড়েন। কিন্তু আবার ভালো আবহাওয়া শুরু হলে পর্বতারোহীদের নামা শুরু হয়।

গত সোমবার ইন্সটাগ্রামে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একটি সারিতে কয়েক ডজন পর্বতারোহী অপেক্ষা করছে বলে দেখা গেছে। এই আরোহীরা চূড়ার দিকে উঠছিলেন।

ইন্সটাগ্রামে ভিডিও পোস্টকারী ডেভেডি বলেন, বস্তুতপক্ষে মাউন্ট এভারেস্ট কোনো কৌতুক নয়। এভারেস্টে আরোহণ অবশ্যই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, তার জন্য নিচের দিকে নামা ছিল খুবই ক্লান্তিকর এবং দুঃস্বপ্নের মতো। কারণ, উপযুক্ত আবহাওয়া পাওয়ায় ব্যাপক সংখ্যক আরোহী উপরের দিকে উঠছিল। ডেভেডি ১৯ মে সফলভাবে পর্বতের সর্বোচ্চ সীমায় উঠতে সক্ষম হন। সূত্র : এনডিটিভি

সর্বশেষ - ঢাকা