ফ্যাসিবাদ তাড়াতে পারলেও গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই গণতন্ত্র ফেরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ এখনো লড়াই করছে।’
আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান খানকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বর। এদিন আড়াই শতাধিক বাস-মাইক্রোবাসে নেতাকর্মীর বহর নিয়ে নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকার জিয়া উদ্যানে আসেন জাকির খান।
জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ফ্যাসিবাদ তাড়াতে পাড়লেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখনি। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের লড়াই করায় বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।’
এই গণতন্ত্রের লড়াই করার জন্য সবচেয়ে নির্যাতিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি। তারেক রহমান এখনো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন।
নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। তিনি অনেক হামলা-মামলার শিকার হন। তার রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন গয়েশ্বর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অপর্ণা রায়, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।