timewatch
২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, দুপুর ১:৫৭ মিনিট
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন
শিরোনাম

নারী বিশ্বকাপ : ফ্রান্সের কাছে হেরে বিপাকে ব্রাজিল

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুলাই ৩০, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

এবারের নারী বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত শুরু করেছিল ব্রাজিলের। তবে পানামার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে দলটি। শনিবার গ্রুপ-‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিলের মেয়েরা হেরেছে ২-১ গোলে।

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। ১৭তম মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৫৮তম মিনিটে দেবিনহার গোলে ম্যাচে ১-১ এ সমতা আনে ব্রাজিল। ৮৩তম মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স।

সমানসংখ্যক ম্যাচে জ্যামাইকার পয়েন্টও ৪। ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে ব্রাজিল। ২ ম্যাচে ২ হারের পর পানামা রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। পরবর্তী রাউন্ডে যেতে হলে এই গ্রুপের সেরা দুইয়ে থাকতে হবে ব্রাজিলকে।

২ আগস্ট গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জ্যামাইকা। সেই ম্যাচের ওপরই নির্ভর করছে ব্রাজিলের ভাগ্য।

সর্বশেষ - ধর্মতত্ত্ব