বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) উদ্যোগে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সহযোগিতায় বিদেশগামী কর্মীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বিকেটিটিসি’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইহসানুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকে হিসাব খোলা ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত উল্লাহ ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দীন মোহাম্মদ খালেদ। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান। এ সময় তিন শতাধিক বিদেশগামী কর্মীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।