১৪ সেপ্টেম্বর ২০২৫, এখন সময় বিকাল ৩:৩০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

প্রতিবেদক
লক্ষ্মীপুর সংবাদদাতা
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কাছে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কাছে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন সদর উপজেলার শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭), মোরশেদ আলম (৪০), মো. মাজেদ (৩০), মো. রিপন (৪০) ও নওগাঁর হুমায়ুন কবির। হুমায়ুন চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালী চৌমুহনী থেকে গতকাল সকালে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল আনন্দ পরিবহনের বাসটি। সকাল সাড়ে ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে আশপাশের লোকজন নিজেদের মতো করে উদ্ধারকাজ চালান। ১৪ জনকে জীবিত উদ্ধার করেন তারা। প্রায় ২ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি আরো বেড়ে গেছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় মোট ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর বাসের ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুন কবির নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর মো. রিপন ও মো. মাজেদ নামের দুজন প্রাণ হারান।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।’

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী

জামায়াত-শিবিরের কোনো সংগঠন বা ব্যক্তির বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না

‘শনিবার (৩১ আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা’

জামালপুরে মদসহ দুইজন আটক

সানউইনংস ট্যুরস অ্যান্ড ট্রাভেল বি২বি পার্টনার সভা

আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে নিহত ৬০

ব্রিটেনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা