বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ২৯ জুলাই সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন অফিসে গিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই হিসাব জমা দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির বার্ষিক আয় ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। এসব আয় নির্বাহী কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংক সুদ থেকে হয় । বার্ষিক মোট ব্যয় ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। এসব অর্থ অফিস স্টাফদের বেতন, পোস্টার, লিফলেট ছাপানো, ইউটিলিটি বিল, পত্রিকায় বিজ্ঞাপন, ইফতার পার্টি ও নেতাকর্মীর সহায়তায় ব্যয় করা হয় ।
এতে মোট লোকসানের পরিমাণ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।