অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৩ আগস্ট শপথ নিলেন ফারুক-ই-আজম। এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন। আজ (১৩ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফারুক-ই-আজমকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপ্রধান গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জনকে শপথবাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে দুজন সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় ১১ আগস্ট শপথ নেন।