১৬ অক্টোবর ২০২৪, এখন সময় রাত ৮:১৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দফায় দফায় নীতি সুদহার বাড়ানো ব্যবসা-বাণিজ্য হুমকিতে

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি সংকুচিত হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য। মূল্যস্ফীতি কমাতে দফায় দফায় নীতি সুদহার বাড়ানোর পর এমন কথাই বলছেন দেশের ব্যবসায়ীরা। তারা বলছেন, অধিক সুদের চাপে বিনিয়োগ ও কর্মসংস্থান। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নীতি সুদহার বাড়িয়ে আপৎকালীন সংকট সামাল দেওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিতে। মূল্যস্ফীতি কমাতে এক মাসের ব্যবধানে দুই দফায় নীতি সুদহার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে ৯ শতাংশ এবং পরে আরও ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়।
দেশের ব্যবসায়ীদের অভিযোগ, গ্রাহক পর্যায়ে ব্যাংক ঋণের সুদ বেড়ে হয়েছে ১৫ শতাংশের বেশি। এতে একদিকে যেমন ঋণের কিস্তি পরিশোধের চাপ বেড়েছে, অন্যদিকে সংকুচিত হচ্ছে ব্যবসা-বাণিজ্যের পরিধি।সুদহার বাড়িয়ে, মুদ্রা সরবরাহ কমিয়ে, মূল্যস্ফীতি সামালের যে পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে, তা আপতত কার্যকরী হলেও দীর্ঘমেয়াদে আত্মঘাতী বলে মত সংশ্লিষ্টদের। সামনে সুদহার আরও বাড়ানো হলে বিনিয়োগ কমার পাশাপাশি কর্মসংস্থানেও সংকট দেখা দেওয়ার শঙ্কা ব্যবসায়ীদের।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সভাপতি হুমায়ূন রশিদ বলেন, সুদহার বৃদ্ধির বিষয়টি বেশিদিন চললে বিনিয়োগ কমে আসবে। কিছু কিছু ব্যবসার বিষয়ে অন্য কিছু ভাবতে হবে। কারণ দেখা যাবে, ওই ব্যবসা চালানোর মতো মূলধন নেই। এতে কর্মসংস্থানের ওপরও প্রভাব পড়বে। ব্যবসার পরিসর ছোট করে আনতে হয়। এতে চাকরির জায়গা কমে যায়। নতুন চাকরির সুযোগও তৈরি হয় না। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি সামাল দেওয়ার একমাত্র অস্ত্র হিসেবে সুদহার বাড়ানোর দীর্ঘমেয়াদি নীতি আগামী দিনে বুমেরাং হয়ে আঘাত আনতে পারে দেশের ব্যবসা-বাণিজ্যসহ দেশের বিভিন্ন খাতে। অর্থনীতিবিদরা মনে করেন, সুদহার বেড়ে গেলে ব্যবসা-বাণিজ্যের খরচ বেড়ে যাবে। তারা মনে করেন, সুদহারের প্রভাব স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনের খরচ বাড়িয়ে দেবে। এতে আমদানির খরচও বেড়ে যাবে। ফলে দেশের ব্যবসা-বাণিজ্যসহ দেশের বিভিন্ন খাত অচিরেই হুমকিতে পড়তে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ’

বিজিএমইএ’র নতুন সভাপতি

আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ক কর্মশালা

শোকাবহ আগস্টের শেষ কর্মদিবসে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী আটক

স্পিকারের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জিডিপির ২-৩ শতাংশ পেলে উন্নত দেশের চেয়ে ভালো সেবা দিতাম : স্বাস্থ্যমন্ত্রী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারবৃন্দের ট্রেনিং কোর্স শুরু

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনের দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি, তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ