১৯ এপ্রিল ২০২৫, এখন সময় দুপুর ২:৪৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দুর্দান্ত শুরুর পরেও ২২৭ রানেই থামল বাংলাদেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৭, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

হ্যাটট্রিক জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলদেশ। তিন ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তারা। আজও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেমনি শুরু এনে দিয়েছিলেন শারমিন-ফারজানা হক পিংকিরা।

কিন্তু দারুণ শুরুর পরেই সংগ্রহটা বড় করতে পারেনি বাংলাদেশ।

টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ২২৭ রানে থেমেছে বাংলাদেশ। দলীয় ১৬ রানে সোবহানা মোস্তারি (৬) আউট হওয়ার পর কী দুর্দান্ত ব্যাটিংটাই না করছিলেন ফারজানা হক পিংকি ও শারমিন। দ্বিতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা।

২৭.৩ ওভারে ১ উইকেটে ১৩৪ রান করা সেই বাংলাদেশই কিনা হঠাৎ ব্যাটিং ধসে পড়ে।

যার শুরুটা হয় সর্বশেষ তিন ম্যাচে দুই ফিফটি করা পিংকির ঘরে ফেরা দিয়ে। ব্যক্তিগত ৪২ রানে তাকে কট অ্যান্ড বোল্ড করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া মিডিয়াম পেসার আলিয়া অ্যালেইন। একই ওভারেই যেন সতীর্থর ডাক শুনলেন শারমিনও। টুর্নামেন্টের চার ম্যাচে তৃতীয় ফিফটির ইনিংসটি খেলেন ৬৭ রানের।

দ্রুত ফেরেন দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক জ্যোতিও। সর্বশেষ তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটার আজ করেছেন মাত্র ৫ রান। এরপর একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ দুই শ করতে পারবে কি না সেই শঙ্কা জেগেছিল। কেননা মাঝে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খান (২৩*) দুটি বিশোর্ধ্ব ইনিংস খেলে বাংলাদেশকে ৯ উইকেটে ২২৭ রান এনে দেন।
দারুণ বোলিং করে যদি মারুফা আক্তার-ফাহিমা খাতুনরা প্রতিপক্ষকে আটকিয়ে দিতে পারেন তাহলে ওয়ানডে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হবে বাংলাদেশের। কেননা তখন ৪ জয়ে ৮ পয়েন্টে ফাইনালে উঠবে বাংলাদেশ। আর ফাইনালে ওঠা মানেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত।

সর্বশেষ - আইন-আদালত