ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ নভেম্বর সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটারের সংখ্যা ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩৪ জন।
ইসি সচিব জানান, পুরুষ ভোটার বৃদ্ধির হার দুই দশমিক ২৯ শতাংশ। আর নারী ভোটার বৃদ্ধির হার চার দশমিক১৬ শতাংশ। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

















