কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পুলিশ এক মাদক কারবারিকে গত বৃহস্পতিবার আটক করে কারাগারে প্রেরণ করে। আটক ওই মাদক কারবারির নাম একরামুল হক এরশাদ (২৮)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙারিয়া এলাকার শওকত আলীর ছেলে।
আটক একরামুলকে পুলিশ বৃহস্পতিবার ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর শনিবার তিনি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার বিকালে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সর্দার শিপন জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
মৃতের পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনে এরশাদের মৃত্যু হয়েছে। তবে ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম পুলিশি নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, তার নামে থানায় ১২-১৩টি মাদক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি ও মাদক সেবনকারী। তাকে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।