timewatch
২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ৭:২৪ মিনিট
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন
শিরোনাম

মানিকগঞ্জে যানজট নিরসনে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
মে ২৫, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

শহর যানজট নিরসনে মানিকগঞ্জের পুলিশ সুপার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। শহরে থ্রি-হুইলারের কারণে যানজট বেশি হওয়ায় থ্রি-হুইলারকে ২ শিফটে ভাগ করে চলাচলের কার্যক্রম শুরু করা হয়েছে।

২৫ মে ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এ কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার।

এর আগে জেলা শহরে চালিত থ্রি হুইলারে লাল এবং হদুল রং দিয়ে বৈধ থ্রি-হুইলারকে মার্কিং করে দেয়া হয়।

প্রতিদিন ভোর ৬টা থেকে ১২টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পিক আওয়ারে এই নির্দেশনা মেনে থ্রি হুইলার চলাচল করতে বলা হয়। এতে পথচারীসহ থ্রি-হুইলার চালকরা সুফল পাবে বলে জানান পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার এবং টিআই মিরাজসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

সর্বশেষ - ধর্মতত্ত্ব