২ জুলাই ২০২৫, এখন সময় দুপুর ১:০৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কমছে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ জুন) প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্তত ২৫ জুন (মঙ্গলবার) পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কিছুদিন ধরে সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বৃষ্টি হচ্ছিল। এখন সেই সক্রিয়তা কিছুটা কমেছে, ফলে বৃষ্টিও কমছে। তবে রবিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে এবং দক্ষিণাঞ্চলে কমে আসতে পারে।’

তিনি আরও জানান, বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৯টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়- ১২৩ মিলিমিটার। এছাড়া টেকনাফে ৮১ মিলিমিটার, ফেনীতে ৭৬ মিলিমিটার এবং রামগতিতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় এদিন মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হচ্ছে না। বর্ষাকাল থাকায় মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টির প্রবণতা থাকবে। আগামী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার থেকে আবারও সারা দেশে বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি বাড়তে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত