দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্থানীয় উন্নয়নে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর দাগনভূঞার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো: বাতেন।
ট্রাস্টের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) আবুল হাসনাত তুহিন ও সদস্য কামরুল ইসলাম টিটুর যৌথ সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবু ইউসুফ, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম এবং দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন। বীর মুক্তিযোদ্ধা কামরান উল্ল্যাহ ভূঞা, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল, অধ্যাপক মহি উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান কচি, উপজেলা জেএসডির সভাপতি তাজ উদ্দিন আজাদ, ছাত্র সমন্বয়ক প্রিন্স মো. আজিম ও শাহরিযা মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা হেদায়েত উল্ল্যাহ।
ট্রাস্ট আয়োজক কমিটির আহবায়ক জাকির হোসেন, ট্রাস্ট ডিরেক্টর তবারক হোসেন সোহেল, আলাউদ্দিন আল হাসান, মোখছেদুর রহমান পাভেল, শাহ আলম, আর্জুন দাস, এম এ আরাফাত ভূঞা, আবদুল আউয়াল মিলন, জাহিদ হাসান, মো. ইমরান হোসেন, মো. সোহেল, মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মো. বেলাল, সাংবাদিক মাহাজারুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি মাইলফলক হিসেবে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনে এই ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ট্রাস্টের চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা রাখার আহবায়ক জানান এবং আশা প্রকাশ করেন যে, এই ট্রাস্ট দাগনভূঞার উন্নয়নসহ ফেনী জেলাতে ও কার্যকর অবদান রাখবে।