১০ নভেম্বর ২০২৪, এখন সময় সকাল ৯:২৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কোটা আন্দোলনের আরো এক সমন্বয়ক নুসরাত ডিবি হেফাজতে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো এক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নিয়েছে। এ নিয়ে আন্দোলনের ছয় জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হলো- তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
২৮ জুলাই ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে নুসরাতকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীদের সহ-সমন্বয়ক রিফাত রশীদ। পরে দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এক ব্রিফিংয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবির হেফাজতে আনা হয়েছে। পরিবারকে অনুরোধ করবো- দুশ্চিন্তা করার মতো কিছু নেই; তাদের সেফটি ও সিকিউরিটি আমরা দেখছি।
নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী। এর আগে ২৬ জুলাই বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে এবং ২৭ জুলাই সন্ধ্যায় আরো দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি হেফাজতে নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৮ জুলাই সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত