বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা কলেজ বাংলা বিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ এম মিজানুর রহমান জনি এবং ঢাকা কলেজ বাংলা বিভাগের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান রোমেল সাধারণ সম্পাদক। ২৪ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ শনিবার ঢাকা কলেজ বাংলা বিভাগ প্রতিনিধিদের এক সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আগামী দুই বছরের জন্য এইচ এম মিজানুর রহমান জনিকে সভাপতি ও হাবিবুর রহমান রোমেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ঈদের পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সভাপতি এইচ এম মিজানুর রহমান জনী বঙ্গবন্ধুর আদর্শের একজন নির্ভিক সৈনিক। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির বিভিন্ন পদে স্থলাভিষিক্ত ছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। সাধারণ সম্পাদক সাহিত্যিক হাবিবুর রহমান রোমেল মুক্তিযুদ্ধের স্বপক্ষের জাতীয় সংগঠন গৌরব ‘৭১-এর ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত।