ডাক্তারদের ওপর হাত তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। রোগী ভর্তি নিয়ে পর পর তিনটি ঘটনা ঘটেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনটি ঘটনাই দুঃখজনক। কথায় কথায় ডাক্তারদের ওপর হাত তোলা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা ডাক্তারদের সঙ্গে এমন আচরণ করেন তাদের আইনের আওতায় আনা হবে। ১ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান এইসব কথা বলেন।
উপদেষ্টা চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা শাটডাউন দিয়েছেন, আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে তাদের অনুরোধ করছি তারা যেন রোগীদের কথা চিন্তা করে শাটডাউন তুলে নেন।
স্বাস্থ্য সচিব আকমল হোসেন আজাদ বলেন, এই ঘটনা তদন্ত করার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন শিগগিরই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।