৮ জুলাই ২০২৫, এখন সময় সন্ধ্যা ৬:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এই গরম আবহাওয়ায় ছেলেদের ফ্যাশন

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
মে ১৫, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

গরমের তীব্রতা বেড়েই চলেছে। অত্যধিক তাপপ্রবাহে ছেলেদের পোশাকটি আরামদায়ক না হলে কষ্টটা আরও বেড়ে যায়। নিজেকে সবসময় অস্থির মনে হয়। এই গরমে স্বস্তি পেতে খাবারদাবার থেকে পোশাক পরিচ্ছদ সবকিছুই হতে হবে আরামদায়ক। তাই ভ্যাপসা গরমে ছেলেদের কেমন পোশাক পরা উচিত, তা সবার জানা প্রয়োজন। এ সময় যতটা সম্ভব ঢিলেঢালা পোশাক পরে বাইরে বের হওয়া ভাল। মেয়েরা ফ্যাশন নিয়ে যতটা মাথা ঘামান, ছেলেরা সেদিকে তেমন নজরই দেন না। তাই এ সময়ে ছেলেদের এমন পোশাক বেছে নেওয়া উচিত, যা গরমে স্বস্তি দেবে। আবার নিজেদের স্টাইলেও থাকবে ভিন্নতা।
যেসব পোশাক পরা উচিত
গরমের এ সময়ে পোশাকটা হওয়া চাই পাতলা এবং ছিমছাম। গরমে কটকটে বা গাঢ় রং অসহ্য মনে হয়। তাই অধিকাংশ ছেলেরা এ সময় সাদা রঙের পোশাক পরেন। তাই বলে হালকা রং শুধু সাদাই তা তো আর নয় বরং হালকা সবুজ, ঘিয়া, বাদামি, হালকা বেগুনি, আকাশি রংগুলোও কিন্তু গরমে আরামদায়ক হয়। আবার গরমে গাঢ় রং যে পরাই যাবে না, এমনটাও নয়। কালো এবং কালচে শেডের রংগুলো বাদে যে কোনো রঙেই রাঙাতে পারেন নিজেকে।
কোন পোশাক ট্রেন্ডে?
ছেলেরা সবসময় ঢিলেঢালা পোশাক পরতেই পছন্দ করেন। অফিসে ফরমাল শার্ট-প্যান্ট পরলেও, ঘরোয়া আড্ডা বা অনুষ্ঠানে ঢিলেঢালা কাঁধ বা ড্রপ শোল্ডার বা ওভারসাইজ পোশাকের খুব চল রয়েছে। তাই এসব পোশাক পরলে আপনি স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
তবে গরমে ছেলেদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক পোশাক টি-শার্ট। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের কাছে এ পোশাকের বিকল্প নেই। গ্যাবাডিন, জিন্স কিংবা অন্যান্য প্যান্টের সঙ্গে টি-শার্ট বেশ মানিয়ে যায়। আর কাপড়ে বেশি ডিজাইন করা টি-শার্টগুলো এড়িয়ে চলাই ভালো। এক কালারের মধ্যেই ভালোমানের কাপড় পরুন।
এ সময় গোল গলা, ভি গলা ও কলারসহ নানা রকম টি-শার্ট বাজারে পাওয়া যাচ্ছে। ফতুয়া কাটের গলার টি-শার্টও বেছে নিতে পারেন। গরমের টি-শার্টের বুকে নানা ডিজাইনের সংমিশ্রণও দেখা যাচ্ছে।
ছেলেরা গরমে ট্রেন্ড হিসেবে বেছে নিতে পারেন ঢিলেঢালা কার্গো বা থ্রি-কোয়ার্টার সঙ্গে হাফ হাতা শার্ট বা টি-শার্ট। ব্লক, বাটিক করা সুতির হাফ হাতা শার্ট চলতে পারে ফ্যাশনের ট্রেন্ডে। পরতে পারেন ফতুয়াও।
চাকরিজীবীরা পরতে পারেন হাফহাতা সুতি বা ব্লকের শার্ট, পোলো শার্ট অথবা ফতুয়া সঙ্গে স্ট্রেইট কাটের জিন্স। অফিস যদি ক্যাজুয়াল লুক মানতে না চায়, তাহলে পরতে হবে ফরমাল পোশাক! প্যান্টের বেলায় বেছে নিতে পারেন ধূসর, হালকা ধূসর, অফহোয়াইট, বাদামি বা বিস্কুট রঙ।
গরমে হাতের কাজ করা ফতুয়া বা পাঞ্জাবি হতে পারে আপনার উৎ‍সবের পোশাক। সঙ্গে পরুন জিন্স বা একরঙা ট্রাউজার। এতে গরমে যেমন আরাম পাবেন, তেমনি আপনাকে দেখে চোখ জুড়াবে সবার!
কোন কাপড় সবচেয়ে বেশি আরামদায়ক
ছেলেদের যেহেতু দিনের বেশিরভাগ সময় বাইরে বা অফিস-আদালতে থাকতে হয়। তাই এ সময় আরামদায়ক কাপড়ের কথা মাথায় রাখা উচিত। ছেলেদের প্রায় সারা দিনই নানাকাজে বাইরে ছোটাছুটি করতে হয়। সে ক্ষেত্রে সুতি কাপড় সবচেয়ে বেশি আরামদায়ক হবে। গরমে ঘামের দুর্গন্ধমুক্ত থাকতে সুতি পোশাক এবং সুতি মোজা ব্যবহার করুন। আর এজন্য টি-শার্ট কেনার আগে কাপড় সুতি কি না তা যাচাই করে নিন। এই গরমে লিনেনের পোশাকও পরতে পারেন। লিনেন কাপড়ে একটি সুবিধা হলো—দ্রুত ঘাম শুষে নেয় এবং হাওয়া চলাচলের জায়গা থাকে।

সর্বশেষ - আইন-আদালত