১৭ নভেম্বর ২০২৫, এখন সময় রাত ১১:৫২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারীর বার্ষিক ১১তম ওফাত দিবস ১৯ অক্টোবর

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

পীরে জামান হযরত মাওলানা শাহসুফি শেখ আব্দুল করিম মাইজভাণ্ডারী প্রকাশ আব্দুল করিম মাওলানার সহধর্মিণী বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারীর বার্ষিক ১১তম ওফাত দিবস আগামী ১৯ অক্টোবর ২০২৫ রবিবার ঢাকা নবাবগঞ্জ উত্তরবার্হ্রা বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি আলমগীর হোসেন মাইজভাণ্ডারী বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন। এতে বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের প্রধান নির্বাহী এ কে নাহিদ উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারী তাসাউফের নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আরঘোষাইল গ্রামের হাজী বাড়ি এখলাস মুন্সির ধনী কন্যা হওয়া সত্ত্বেও স্বামীর সঙ্গে সুফিবাদের জন্য সংগ্রাম করেছেন এবং ‘তরিকায়ে কাদেরিয়া মাইজভাণ্ডারিয়া’র তাসাউফ চর্চা করেছেন আজীবন। তিনি হাজী বাড়ির শরিয়ত ঘরণা পরিবারের সন্তান ছিলেন। সুফিবাদীয় তাসাউফ চর্চা কারণে বেগম রাহেলা করিম তাঁর সকল আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সকল আত্মীয়-স্বজন তাঁকে এবং তাঁর স্বামীকে ত্যাগ করেন। তারপরও বেগম রাহেলা করিম স্বামীর সুফিবাদীয় তাসাউফ জীবন ব্যক্তিগত জীবনে ধারণ ও লালন করেছেন। তিনি ঘর-সংসার দেখার পাশাপাশি স্বামীর সঙ্গে সুফিবাদ চর্চায় সম্পৃক্ত ছিলেন। তিনি অবহেলিত-বঞ্চিত মানুষের পাশে ছিলেন। তিনি সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজীবন।

সর্বশেষ - আইন-আদালত