কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা বাঁশঘাটা নূরজাহান কমপ্লেক্স ২য় তলা অস্থায়ী কার্যালয়ে ৬ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ঈদগাঁও উপজেলার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা বিএসপি’র সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাররম বাবুল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএসপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাদা মাওলানা শামসুদ্দীন চিশতী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএসপি’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস কাদেরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএসপির সমন্বয়ক হাফেজ মাওলানা কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা বিএসপি’র প্রধান উপদেষ্টা এম এ খান, মাওলানা আহমদ উল্লাহ, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইসহাক, মনজুর আলম ফকির, আব্দুল কাদের, নূরুল আলম, হাফেজ নূরুল হক, মোহাম্মদ ফরিদুল আলম, আলি আহমদ, নূরুল আজম, রমজান আলী, জাহাঙ্গীর আলী, ছৈয়দ আকবর, সিরাজ মোস্তফা, জমির উদ্দীন, দেলু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস কাদেরী বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের মৌলিক অধিকারসহ বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণ করা। জনগণের নাগরিক অধিকার নিশ্চিতের জন্যই হযরত শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী সুফিবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক জনতাকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছেন৷ রাজনীতির একমাত্র উদ্দেশ্য হতে হবে জনগণের কল্যাণ। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা প্রকৃত রাজনীতির চর্চা দেখছি না। রাজনীতি শুধু কতিপয় গোষ্ঠীর স্বার্থ হাসিলের সুযোগে পরিণত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টি এ অপচর্চার বিরুদ্ধে, সুস্থ ধারার, গণমুখী রাজনীতির আদর্শ হতে চায়। রাজনীতি সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায়।
উদ্বোধনী বক্তব্যে বিএসপি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মাওলানা শামসুদ্দীন চিশতী বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নির্দিষ্ট তরিকতের বা গোষ্ঠীর সংগঠন নয়, এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ১৮ কোটি মানুষের প্লাটফর্ম। তাই এই সংগঠন দলমত, দরবার, তরিকা, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। চলমান ধর্মে ধর্মে হানাহানি ও সহিংস রাজনীতি থেকে মুক্তি দিতে মদিনার সনদের আলোকে সমঅধিকার ও সম্প্রীতির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে এগিয়ে যাওয়াই বিএসপির লক্ষ্য। তিনি তার বক্তব্যে সুফিবাদী তরিকত পন্থীদের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ময়দানে কাজ করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
দেশের রাজনীতিতে বাংলাদেশ সুপ্রিম পার্টির আদর্শ ও লক্ষ্য নেতাকর্মীদের সামনে তুলে ধরে জেলা বিএসপি সমন্বয়ক হাফেজ মাওলানা মোহাম্মদ কেরামত আলী প্রধান বক্তার বক্তব্যে বলেন, বিএসপির প্রত্যেক কর্মীর কর্তব্য হল সততা ও দায়িত্ববোধের সাথে নিজের ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করা। বিএসপির প্রতিটি কর্মীকে দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। বিএসপির লক্ষ্য-উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হলে, সকলকে নিজ নিজ এলাকায় মানুষের সাথে সংযোগ, সমন্বয় বাড়াতে হবে।