শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৯১ টাকার চেক হস্তান্তর করেছে ACI Motors Ltd. Workers এবং ACI Formulation Ltd. Workers |
১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ACI Motors Ltd. Workers এবং ACI Formulation Ltd. Workers-এর প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, ACI Motors Ltd. Workers এর ডিজিএম মোঃ সাইফুল ইসলাম, ACI Formulation Ltd. Workers এর ব্যবস্থাপক মোঃ শফিক-উল- কবিরসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।