মানিকগঞ্জে ২৩ তম হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার গঙ্গাধর পট্টির ডায়মন্ড প্লাজায় এই প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব খবিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. রমজান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডেভলপার এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, সহকারী সাধারণ সম্পাদক কামরুদ্দিন রেজা, ডেভলপার জিয়া উদ্দিন সবুজ, সৈয়দ মোহেল ইমাম, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান, পৌর প্যানেল মেয়র তশলিম হৃদয় প্রমুখ।
সালসাবিল এভিয়েশন এর পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মো. সাইফুজ্জামান (আ. গণি) এর ব্যবস্থাপনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক হজযাত্রীকে প্রয়োজনীয় সামগ্রী বহণ করার জন্য একটি করে লাকেজ দেওয়া হয়।