১৪ ডিসেম্বর ২০২৪, এখন সময় সকাল ৬:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, গাজীপুর
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপভ্যান থামাতে গিয়ে ধাক্কায় জামাল উদ্দিন (৫৮) নামে জেলা পুলিশের (টিএসআই) এক সদস্য নিহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে ডিউটিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেন। এ সময় পিকআপভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামাল উদ্দিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) নাজমুস সাকিব খান জানান, পিকআপসহ চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন-আদালত