বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও আরেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ১৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান
দেশের রাজনীতিতে আলোচিত নাম অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দফায় দফায় বিএনপি ছেড়ে নতুন দলে যোগ দিচ্ছেন এমন নানা গুঞ্জন উঠেছিল। শেষ পর্যন্ত জিয়াউর রহমানের দলকে শেষ আশ্রয়স্থল মনে করে থেকে গেছেন তিনি।
সূত্রে জানা গেছে, মেজর হাফিজ উদ্দিন বিএনএম তৈরির কারিগর থাকলেও শেষঅব্দি তারেক রহমানের অনুরোধে বীরবিক্রম হাফিজ উদ্দিন আহমেদ বিএনপিতে থেকে যান। অংশ নেননি আওয়ামী লীগ সরকারের এক তরফা জাতীয় নির্বাচনে।