দেশের প্রাচীনতম জেলা পাবনার এক প্রান্তে অবস্থিত অন্যতম বৃহত্তম মিঠা পানির মাছের উৎস চলন বিল। আরেক প্রান্ত দিয়ে বয়ে গেছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ছুটে আসা উপমহাদেশের দীর্ঘতম গঙ্গা ও পদ্মা নদী। এছাড়াও ইছামতি, আত্রাই, চিকনাইসহ বেশ কিছু ছোট ছোট নদী এবং অসংখ্য ছোট বড় বিল রয়েছে এই জেলায়। টানা কয়েক দফা বন্যার কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর মৎস্যজীবীদের জালে ৫০ শতাংশ বেশি দেশি মাছ ধরা পড়ছে। এসব মাছের মধ্যে রয়েছে- পুঁটি, খোলসে, মলা, ঢেলা, কই, বোয়াল, মৃগেল, রুই, কাতলা অন্যতম। বাজারে এসব মাছের চাহিদাও রয়েছে ব্যাপক। এতে এই অঞ্চলের মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে।