ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। ২৫ আগস্ট এক চিঠিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে বিএফআইইউ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়।
বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। অ্যাকাউন্ট স্থগিতের (ফ্রিজ) ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) আগামী ৫ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।