১৬ অক্টোবর ২০২৪, এখন সময় দুপুর ২:০৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আমরা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নিজ দেশে সম্মান চাই

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

আমরা প্রবাসী, আমরা রেমিট্যান্স যোদ্ধা। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন; রিয়াদ, সৌদি আরব প্রবাসী। আমি দীর্ঘ ২৮ বছর যাবৎ প্রবাসে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে জীবন অতিবাহিত করছি। অথচ দেশের অর্থনৈতিক সমস্যাসহ নিজ পরিবারের চাহিদা পূরণে এখনো দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবতে পারছি না। আমার মতো লাখ লাখ প্রবাসী বাংলাদেশি প্রতিনিয়তই রেমিট্যান্সের জন্য যুদ্ধ করছে। আমরা নিজ দেশের অর্থনৈতিক যোগান দিতে বছরের পর বছর সুদূর প্রবাসে পরিবার পরিজনের ভালোবাসা হতে বঞ্চিত নির্মম-কঠিন জীবনযাপন করছি। আমরা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কর্মরত আছি। আমরা ব‍্যাংক চ্যানেলের মাধ্যমে বৈধভাবে বৈদেশিক রেমিট্যান্স ( টাকা ) পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সর্বাত্মক ভূমিকা পালন করছি। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা প্রবাস থেকে নিজ দেশে গেলে নিজের তথা পরিবারের কোনো কাজের জন্য সরকারি-বেসরকারি কোনো অফিস-প্রতিষ্ঠানে তেমন সম্মান ও সহযোগিতা পাই না। তাই বতর্মান অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের প্রবাসীদের প্রতি সুদৃষ্টি প্রার্থনা করছি। আমরা যারা প্রবাসে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করছি; তাদের জন্য আপনি ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নাম দিয়ে সকল প্রবাসীদেরকে আইডি কার্ড করে দিন। পাশাপাশি আমরা প্রবাসে দূতাবাসের মাধ্যমে সকল প্রবাসীরা কার্ড সংগ্রহ করতে পারি; এমন একটি উদ্যোগ নিন। এই কার্ডের মাধ্যমে আমরা (প্রবাসী) নিজ দেশের যে কোনো সরকারি-বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে যথাযথ সম্মান পেতে পারি। আপনি এমন একটি উদ্যোগ গ্রহণ করলে আমরা প্রবাসীসহ আপনিও সম্মানিত হবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনার এগিয়ে চলা আরও সুন্দর হোক।
আন্তরিক ধন্যবাদসহ
মোহাম্মদ দেলোয়ার হোসেন
রিয়াদ, সৌদি আরব।

সর্বশেষ - আইন-আদালত