১৯ সেপ্টেম্বর ২০২৪, এখন সময় রাত ৩:৪০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, রাজশাহী
মে ২৫, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ। ২৫ মে ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে টহল পুলিশ তাকে গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

এদিন আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।

চাঁদের এ বক্তব্যের ভিডিও সামাজিক ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদ মুখর হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

সর্বশেষ - ঢাকা