শিকারির ফাঁদে যেই হয়ে যায় বন্দী কোনো পাখি,
বাঁচার জন্য ডানা ঝাপটায় সারাদিন ও রাত্রি।
শত কষ্ট বুকে চাপা নিয়ে ভাঙতে চায় সে খাঁচা,
তবুও পাখি পারে না ভাঙতে সেই শক্ত খাঁচা।
অগাধ চেষ্টার পর যখন পাখি হয়ে পড়ে ক্লান্ত,
ক্লান্ত শরীরে পরে ঘুমিয়ে হয় যে সর্বশান্ত।
এভাবেই তার কেটে যায় প্রায় নয় মাসের অধিক,
তখন রাগে যন্ত্রণায় সকল পাখি হয়ে ওঠে কঠিন।
স্বাধীন আকাশে উড়বে তারা এই ছিল লক্ষ্য,
তারা জানে শুধু বেঁচে থাকার যে কতখানি মর্ম।
সকলে মিলে রক্ত দিয়ে ভেঙে ফেলে সেই ফাঁদ,
খুশিতে তারা আত্মহারা ভেঙে সেই কারাগার।
কিছু পাখি তো ভুলেই যায় যে কিভাবে উড়তে হয়,
তবে কী পাখিরা আদৌ স্বাধীন এত রক্তের পর!


















