১৬ সেপ্টেম্বর ২০২৫, এখন সময় রাত ৪:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রতিবেদক
ফেনী সংবাদদাতা
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর আগত অবস্থায় বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হচ্ছেন, শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬)। তিনি পাবনা জেলার সাতিয়া উপজেলার রঘুনাথ পুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। অন্যজন বাসের হেলপার মো. রফিক (৬০)। তিনি যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কের হাফেজেয়া এলাকার ঢাকামুখি লেইনে একটি পানিবাহী বাস হঠাৎ করে থামানো হয়। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস ও তার পেছনে থাকা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ১০-১৫ জনকে আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হারুন অর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত