জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর ৩০ নভেম্বর রবিবার মওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
আসরের প্রথম পর্বে ‘বাংলা কবিতায় হিরন্ময় হেমন্ত ও নবান্নের আস্বাদ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি বজলুর রায়হান।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন- কবি নাজমুল হাসান, কবি মুস্তাফা মজিদ, কবি নূরুল হাসান খান, কবি আবদুল মান্নান, কবি আবাম ছালাউদ্দিন, কবি মিলি হক, কবি আইয়ুব আনসারী, কবি লিলি হক, কবি জয়নাল আবেদীন জয়, কবি সোহেল রশিদ, কবি জহুরুল জয়, কবি শ্যামলী মন্ডল, কবি শরীফ খান দ্বীপ, কবি ইব্রাহিম মন্ডল, কবি মোহাম্মদ আবু হানিফা, কবি খান কাওসার কবির, কবি মোহাম্মদ কুতুবুদ্দিন, কবি আরিফ মঈনুদ্দিন, কবি দেওয়ান মাসুদা সুলতানা, কবি মাহবুবর রহমান, কবি আতিকুজ্জামান খান, কবি লিলি শেঠ, কবি মুহম্মদ সেলিম, কবি শ ম মোজাম্মেল, কবি মজিদুর রহমান বিশ্বাস, কবি রোকন জহুর, কবি ইউসুফ রেজা, কবি তাসকিনা ইয়াসমিন, কবি কৌমুদী নার্গিস, কবি নাসরিন ইসলাম, জহুরুল ইসলাম মঞ্জু, চাঁন মিয়া চান্দু, নাজিয়া আফরিন, সবুজ মনির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মোশাররফ হোসেন ইউসুফ ও কবি আতিকুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।
















