প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন পিটিআই সমূহের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রায় সাড়ে চার বছর পর পরীক্ষণ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন ৩১৭ জন শিক্ষক। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ১০ম গ্রেডের শিক্ষক পদে নিয়োগ পাবেন।
১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সরকারি কর্ম কমিশন তাদের নিয়োগের সুপারিশ করে এক প্রজ্ঞাপন জারি করেছে। ৩২৯টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি হলেও ১২ জন প্রার্থীকে আদালতে নির্দেশে পদ সংরক্ষক করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০১৯ সালের ১৭ এপ্রিল পিটিআই–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৩২৯টি স্থায়ী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ২০১৯ সালের ২০ জুলাই এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেওয়া হয় এবং ২০২১ সালের ৩ নভেম্বর বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় গত বছরের ১৭ জানুয়ারি। লিখিত পরীক্ষা পর প্রায় দেড় বছর পর তাদের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।