নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি গত ১ জানুয়ারি ‘ফাংক্সন অব আইকিউএসি’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
নর্দান আইকিউএসি’র ডিরেক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রবন্ধে ড. রহমান শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নর্দানের শিক্ষক ও কর্মকর্তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং এতে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ভুমিকা কি হবে তা তুলে ধরেন। অনুষ্ঠানটি মডারেট করেন আইকিউএসি নর্দানের এডিশনাল ডিরেক্টর ড. মো. শহিদুজ্জামান ও সার্বিক সমন্বয় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর এম. মনিরুল ইসলাম। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগন, শিক্ষক মন্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।