৮ সেপ্টেম্বর ২০২৪, এখন সময় ভোর ৫:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুলাই ৮, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

জনতা ব্যাংক পিএলসি. এর সকল শাখায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস হিসেবে সেবা প্রদান এবং পেনশন স্কিমের সাবস্ক্রিপশন জমা সহজতর করার লক্ষ্যে ৩ জুলাই বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জনতা ব্যাংক পিএলসি. এর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান এবং জনতা ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগন উপস্থিত ছিলেন।
পেনশন স্কিমে নিবন্ধনকারীরা জনতা ব্যাংকের সকল শাখার কাউন্টারে সাবস্ক্রিপশন ফি জমা দিতে পারবেন। এছাড়াও ব্যাংকের গ্রাহকদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের জন্য শাখা ব্যবস্থাপকেরা সহায়তা দেবেন। জনতা ব্যাংকের অ্যাপস ই-জনতা ব্যবহার করেও গ্রাহকরা পেনশন স্কিমে রেজিস্ট্রেশন ও অনলাইনে পেমেন্ট করতে পারবেন।

সর্বশেষ - ঢাকা