১৩ সেপ্টেম্বর ২০২৫, এখন সময় সকাল ১০:৪২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এশিয়া কাপ খেলতে আজ আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে খেলতে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাত যাচ্ছেন ক্রিকেটাররা। ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রথম দলটি যাবে সকাল সোয়া ১০টায় এবং দ্বিতীয় দলটি যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এশিয়ান কাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। সিরিজে ২-০-তে জিতেছে লিটন দাসের দল। শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড না হলে হয়তো সিরিজটা ৩-০-তে জিতত টাইগাররা। এবার এশিয়া কাপ মিশন। এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে।

এশিয়া কাপের জন্য গত মাসে নেদারল্যান্ডস সিরিজের আগে দল ঘোষণা করে বাংলাদেশ। এ দলে জায়গা পান উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার সাইফ হাসান। পারিবারিক কারণে নেদারল্যান্ডস সিরিজে না খেললেও এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

সর্বশেষ - আইন-আদালত