রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ১১ অক্টোবর ২০২৫ কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলীর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ণ শব্দাবলি’র পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয় । কবি-লেখকদের সংগঠন পেন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানটির পাঠ-উন্মোচন উদ্বোধন করেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
পাঠ-উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়াও আলোচনায় অংশ নেন কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা। অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আবৃত্তিকার দেওয়ান সাইদুল হাসান।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, তালুকদার লাভলীর কবিতায় প্রতিবাদ, দ্রোহ, ও সংগ্রামের ধ্বনি-প্রতিধ্বনি উচ্চারিত হয়েছে। উল্লেখ্য, তালুকদার লাভলী আবেগঘন ও হৃদয়স্পর্শী কবিতার জন্য সুপরিচিত। তিনি একজন আধুনিক কবি ও সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার প্রায় রচনাগুলো প্রেম, প্রকৃতি, সামাজিক ন্যায়বিচার ও মানবজীবনের নানা দিক নিয়ে আবর্তিত। তার লেখনিতে বাংলাদেশের সংস্কৃতির মর্ম ও সমকালীন মানবজীবনের সংগ্রাম ফুটে উঠেছে। এছাড়া তার লেখা ‘পেট্রোদাসী’ উপন্যাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পেট্রোদাসী উপন্যাসটি মধ্যপ্রাচ্যে কর্মজীবীদের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস। উপন্যাসটিতে নারীর সংগ্রাম ও কষ্টকর জীবন ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ‘হে মহাশিশু’ এটি তার লেখা একটি পরিচিত কবিতা।


















