১৯ সেপ্টেম্বর ২০২৪, এখন সময় রাত ৪:৪৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ধানের উৎপাদন ভালো, এক ছটাক চালও আমদানি করতে হবে না : খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, নওগাঁ
মে ২৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

ধানের ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমে এক ছটাক চালও আমদানি করতে হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

২৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ ও প্রাণিসম্পদ অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের উৎপাদন ভালো হওয়ায় এবার এক ছটাক চালও আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে এটা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত সার থাকার পরও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল। পরে সার ব্যবসায়ীদের নিয়ে বসে সমস্যা সমাধান করা হয়।

পরে খাদ্যমন্ত্রী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা বিতরণ করেন। তারপর খাদ্যমন্ত্রী নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এসময় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঢাকা