কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাটমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
জানা যায়, কুড়িগ্রাম জেলা সদরের রাজারহাট উপজেলার ঠাটমারীতে শিক্ষার উন্নয়নে কতিপয় শিক্ষানুরাগী ১৯৯৩ সালে ঠাটমারী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক জগবন্ধু রায়ের পিতা স্বর্গীয় উপেন্দ্র নাথ রায় প্রতিষ্ঠানটির জন্য দেড় একর জমি দান করেন। বর্তমানে ১২ জন শিক্ষক নিরলস ভাবে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। এতে ৩য় ও ৪র্থ শ্রেণীর দুজন কর্মচারী রয়েছে। জনৈক শিক্ষক জানান, তাদের প্রতিষ্ঠানে ২শ ২০ জন শিক্ষার্থী রয়েছে এবং উপস্থিতিও সন্তোষজনক। কয়েকজন শিক্ষক এ প্রতিনিধিকে জানান, মেধাবী শিক্ষার্থীরা সহসা এখানে ভর্তি হতে চায় না। তারা এখানে ভর্তি হলে এসএসসির ফলাফল আরো ভাল হতো। এবার এসএসসিতে ৪২ জন পরীক্ষা দিয়ে ৩৪ জন পাস করেছে। পাশের হার ৮০.৮৯%। আমরা সকল শিক্ষকরা প্রধান শিক্ষক জগবন্ধু রায়ের সার্বিক দিক নির্দেশনায় শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছি। আমরা পাশের হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি। প্রধান শিক্ষক জগবন্ধু রায় জানান, আমার সকল শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে অত্যন্ত আন্তরিক। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির সংস্কার জরুরী। ভবণের এর জন্য আমরা আবেদন করছি। এখনও বরাদ্দ পাইনি।