বিশ্বজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের এ বছরের শেষ সিনেমা ‘ডাংকি’। এই সিনেমা ঘিরে চলছে, উচ্ছ্বাস। উত্তেজনার ভাসছে শাহরুখ ভক্তরা। হলের বাইরেই তারা হুলস্থুল কাণ্ড ঘটাচ্ছেন।
আর এই কাণ্ডে আনন্দে ভাসছেন শাহরুখ খান নিজেও। তিনি টুইটারে বলেছেন, আগে সিনেমা হলে ঢুকুন, ছবি দেখুন তারপর আমাকে জানান কেমন উপভোগ করলেন।
চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডাংকি দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান। সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই।
শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির প্রথম ছবি ‘ডাংকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। এরপর আজ বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি।