দীর্ঘ ১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট এই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। আদেশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) পাঠানো হয়েছে।
প্রসঙ্গত ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে এই চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার।