১৪ সেপ্টেম্বর ২০২৪, এখন সময় দুপুর ১:৫৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিসিবির নতুন সভাপতি

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ। তিনি সদ্য বিদায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন।  বিষয়টি বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। ইংল্যান্ড থেকে ই-মেইল যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

বিসিবির সভাপতি হতে আগে বোর্ডের পরিচালক হতে হয়। কিন্তু সাবেক নির্বাচক ফারুক আহমেদ পরিচালক নন, এমনকি কাউন্সিলরও নন তিনি।ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস একদিন আগে পদত্যাগ করেন। তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সদস্য হিসেবে ফারুককে পরিচালক করা হয়েছে। এরপর বোর্ডের পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি করা হয়েছে।

পাপন ২০১২ সালে বিসিবির সভাপতি মনোনীত হন। পরের বছর বোর্ড নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর বাংলাদেশের ক্রিকেটে চলেছে পাপনের একচ্ছত্র কর্তৃত্ব। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবির সভাপতি পাপন। ২০ আগস্ট আইসিসির একটি বোর্ড সভা হয়। সেখানে অনলাইনে যুক্ত ছিলেন তিনি। ২১ আগস্ট বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা হয়েছে। সেখানে পাপনের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে। সভাপতিসহ বিসিবির ২৪ জনের পরিচালনা পর্ষদ। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২১ আগস্ট সভায় ৮জন পরিচালক অংশ নেন বলে জানা গেছে। পূর্বের বোর্ড পরিচালকদের মধ্যে নতুন বোর্ডে ৫জন পরিচালককে রেখে দেওয়া হতে পারে বলেও জানা গেছে। বাকিদের জায়গায় আসতে পারেন নতুনরা।

সর্বশেষ - ঢাকা