শুধু বাংলাদেশের ব্যবসায়ী নন, বিদেশি বিনিয়োগকারীরাও আগামী নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ২১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
বৈঠক প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুটি বিষয়ে আজ বৈঠক হয়েছে। একটা আমাদের এলডিসি থেকে উত্তরণ, আরেকটা শ্রমিক প্রসঙ্গ। দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা, সেটা রক্ষায় আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার বিস্তারিত শুনেছি। তিনি বলেন, এখান থেকে যেটা প্রতীয়মান, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
আমীর খসরু বলেন, বিগত দিনে এলডিসি থেকে উত্তরণের পরিপ্রেক্ষিতে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল, তা প্রশ্নবিদ্ধ ছিল। বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যে যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, তাহলে এই মুহূর্তে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনটা স্থগিত রাখার জন্য আমরা আলোচনা করেছি।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বিএনপি মহাসচিব জাতিসংঘে যাচ্ছেন। সেখানে প্রধান উপদেষ্টাও যাচ্ছেন। সেখানে যেহেতু তিনি (বিএনপি মহাসচিব) কথা বলার সুযোগ পাবেন। এভাবে আমরা এই বার্তাটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি থেকে উত্তরণ আমরা পুরোপুরি স্থগিত চাই না। অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য তিন বছর সময় চাই।’ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পার্টি প্রধান ক্যাথেরিন সিসিল। সন্ধ্যায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ ১১ ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন– মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভিরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মনজুর, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএর সভাপতি এম এ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএর মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ।