১৪ ডিসেম্বর ২০২৫, এখন সময় সকাল ৭:৫৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। লটারির আয়োজন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

লটারির ফল জানার পদ্ধতি
ডিজিটাল লটারি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। মাউশি জানিয়েছে, নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই বছর শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে ফল জানতে হবে না। ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানা যাবে।

আবেদন ও লটারি সংক্রান্ত তথ্য
অনলাইনে আবেদন চলেছে ২১ নভেম্বর থেকে। আবেদন করার শেষ সময় ছিল ৫ ডিসেম্বর বিকেল ৫টা।
লটারি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।

মাউশি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪,০৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি ও বেসরকারি স্কুলের সংখ্যা: ৩ হাজার ৩৬০টি

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন আবেদন করেছিলেন। তারা পছন্দক্রম দিয়েছিলেন ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি।

বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তারা পছন্দক্রম দিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ৮৬২টি।

সর্বশেষ - আইন-আদালত